কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে মাদক কারবারিদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ লাখ ইয়াবাসহ সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ।
আটক সৈয়দ হোসেন রোহিঙ্গা নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব জানায়, রোববার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে—এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। এ সময় একদল মাদক কারবারিকে দেখে তাদের থামার সংকেত দিলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। ২১ রাউন্ড গুলি বিনিময়ের পর একজনকে আটক করা হয়। পরে ওই এলাকা তল্লাশি করে বস্তাবন্দী অবস্থায় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হবে।